বুদ্ধদেব পাত্রঃ পুরুলিয়াঃ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে পুরুলিয়ার ঝালদা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ধুন্ধুমার কাণ্ড শুরু হয়।
অ্যাম্বুলেন্স রোগীদের পরিষেবা দিচ্ছে না এই নিয়ে রোগীর পরিবার ক্ষোভ প্রকাশ করেন।
এই বিষয়ে রোগীর পরিচিত তথা ঝালদা পৌরসভার প্রাক্তন উপ-পুরোপ্রধান চিরঞ্জীব চন্দ্র জানান, “একজন অগ্নিদগ্ধ রোগীকে কোনো অ্যাম্বুলেন্স নিয়ে যেতে চাইছেন না অথচ এখানে ৪ থেকে ৫ টা অ্যাম্বুলেন্স রয়েছে। এই নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক ও রোগীর পরিবারের সাথে গন্ডগোল হয়। তবে বিষয়টি ব্লক স্বাস্থ্য আধিকারিককে বিষয়টি দেখার আবেদন করেছি”।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=Hzo6DmnLmmo
এই বিষয়ে ঝালদা ব্লক স্বাস্থ্য আধিকারিক দেবাশীষ মন্ডল বলেছেন, “ঝালদা ব্লক স্বাস্থ্য কেন্দ্রের কোনো অ্যাম্বুলেন্স নেই আর প্রাইভেট অ্যাম্বুলেন্স কোথায় যাবে না যাবে আমি সেই বিষয়ে হস্তক্ষেপ করতে পারি না। আর মাতৃযান অ্যাম্বুলেন্স প্রসূতি এবং নবজাতদের পরিষেবা দেওয়ার জন্য। যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে”।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=n-_6ydzK7ss