নিজস্ব সংবাদদাতাঃ গুজরাতঃ আজ বিকেলবেলা গুজরাতের বলসাড স্টেশনের কাছে হমসফর এক্সপ্রেসের একাধিক কামরায় আগুন লেগে যায়। এক্সপ্রেসটি তিরুচিরাপল্লী থেকে শ্রীগঙ্গানগরের দিকে রওনা দিয়েছিল। প্রথমে পাওয়ার কার ও ব্রেক ভ্যান থেকে আগুন এবং ধোঁয়া বেরোতে দেখা যায়।
অগ্নিকাণ্ডের জেরে দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল বাহিনী খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে এসে পৌঁছায়। এছাড়া প্রশাসনিক কর্তারাও ঘটনাস্থলে এসে উপস্থিত হন। আপাতত এই দুর্ঘটনায় কোনো হতাতের খবর পাওয়া যায়নি। তবে যাত্রীদের নিরাপদ পাশের কামরায় সরিয়ে দেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here