চয়ন রায়ঃ কলকাতাঃ গতকাল রাতেরবেলা ৮ টার পর থেকে পার্থ চট্টোপাধ্যায়ের ঠিকানা প্রেসিডেন্সি সংশোধনাগারের দু’নম্বর সেল। এখানে জীবনে এই প্রথম বার রাত কাটালেন। ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) হেফাজতের মেয়াদ কাটিয়ে আপাতত প্রেসিডেন্সি জেলে। জেলের সহস্রাধিক কয়েদির মধ্যে এক জন।
ওই সেলে পার্থ চট্টোপাধ্যায়ের জন্য একটি টেবিল ফ্যান ও একটি অংশে অ্যাটাচ টয়লেট রয়েছে। ইডির কাছে তাঁর যে জামাকাপড় ছিল তা জেল কর্তৃপক্ষের কাছে দিয়ে যাওয়া হয়েছে। এছাড়া বেশ কিছু বইপত্রও দেওয়া হয়েছে। জেল থেকে একটি কম্বল দেওয়া হয়েছে। তাই অবশেষে টেবিল ফ্যানের হাওয়ায় কম্বল বিছিয়ে বইপত্র পড়েই সময় কাটাতে হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
পার্থ চট্টোপাধ্যায়ের সুগারের সমস্যা থাকায় খাওয়াদাওয়ায় বেশ কিছু বিধিনিষেধ মেনে চলতে হয়। জেলে ডায়াবেটিক রোগীদের জন্য যে খাবার রয়েছে তাই দেওয়া হচ্ছে। এদিন সকালবেলা দু’টো বিস্কুট দিয়ে চা খেয়েছেন। দুপুরে অল্প ভাত, ডাল-সবজি খেয়েছেন। জেল সূত্রে জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় ভালো আছেন। কিন্তু বেশ চুপচাপ হয়ে গিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here