চয়ন রায়ঃ কলকাতাঃ অবশেষে রাজ্যের শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জোকা ইএসআই হাসপাতাল থেকে সোজা ব্যাঙ্কশাল আদালতে নিয়ে আসা হয়েছে।
পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে প্রায় ২০ থেকে ২৫ জন আইনজীবী আদালতে হাজির হয়েছেন। ওই আইনজীবীদের দাবী যে, তাদের অ্যারেস্ট মেমো ও সিজার লিস্ট দেওয়া হয়নি। পার্থ চট্টোপাধ্যায়কে ব্যাঙ্কশাল আদালতের সিএমএমের এজলাশে হাজির করা হবে। বর্তমানে পার্থ চট্টোপাধ্যায়কে সিএমএম এলজাশের লকআপে রাখা হয়েছে।
সেখানেই তাঁর সাথে আইনজীবীরা দেখা করছেন। পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে কেন সেই বিষয়ে আইনজীবীরা সব বিষয় খতিয়ে দেখবেন এবং এরপরেই পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে আদালতে সওয়াল করবেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে সূত্র মারফত জানা গিয়েছে, ইডি আদালতে তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করার দাবী জানাবে।