চয়ন রায়ঃ কলকাতাঃ ব্যাঙ্কশাল কোর্ট এসএসসি দুর্নীতি মামলার মূল অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে ২ দিনের ইডি (এনফোর্স ডিরেক্টরেট) হেফাজতের নির্দেশ দিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ১২০ বি ও ৪২০ ধারায় মামলা করা হয়েছে।
ইডি তাঁকে চোদ্দ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানালেও আদালত দু’দিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর দাবী, “শুনানি চলাকালীন পার্থ চট্টোপাধ্যায়ের বুকে ব্যথা শুরু হয়। আর আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী সোমবার আবারও তাঁকে আদালতে পেশ করা হবে।”
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, সম্পত্তি কেনার রশিদ পাওয়া গেছে। সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করা হয়েছে। এই টাকা অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি সহ অ্যাকাউন্টে গিয়েছে। এছাড়া পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে অর্পিতার নামে দলিলও পাওয়া গিয়েছে।
সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অশোক ভট্টাচার্য জানান, ‘‘শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়। এসএসসি দুর্নীতির পিছনে সমগ্র তৃণমূল দলই জড়িত। তাই শুধু পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করলে হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করতে হবে। শুধু ২০ কোটি টাকা নয়। দ্বিগুণ টাকা রয়েছে। খোঁজ নিলে আরো পাওয়া যাবে।’’