নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ গতকাল গভীর রাতেরবেলা মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকায় বন্ধ বিদ্যালয়ের পিছনে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের জেরে এক জনের হাতের অংশ উড়ে গিয়েছে। আর আরো এক জন গুরুতর আহত হয়েছেন। সকালবেলা বাসিন্দারা হাতের কয়েকটি আঙুল ছিন্নভিন্ন অবস্থায় রাস্তায় পড়ে থাকতেও দেখেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোনাইকান্দারা গ্রামের বেশ কয়েক জন যুবক স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পিছনের জঙ্গলে সকেট বোমা বাঁধার কাজ করছিল। ওই যুবকদের সাথে বাইরে থেকে আসা বোমা তৈরীর দুই জন কারিগর ছিলেন। বোমার তীব্রতা বৃদ্ধির জন্য নির্দিষ্ট মাত্রার থেকেও বেশী পরিমাণ বারুদ ব্যবহার করা হচ্ছিল। কিন্তু অতিরিক্ত গরমে বিস্ফোরণ ঘটে। এর জেরে দুই জন যুবক গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে ১৯ বছর বয়সী জিন্নাত আলি শেখ নামে এক জন কলেজপড়ুয়ার হাতের বেশ কয়েকটি আঙুল উড়ে রাস্তায় ছড়িয়ে আছে।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুষ্কৃতীরা এলাকা থেকে চম্পট দেয়। এদিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে রাখে। সংবাদমাধ্যমের কর্মীদেরও ঘটনাস্থলে যেতে বাধা দেওয়া হয়। তবে ঘটনাস্থলে বিস্ফোরণের প্রমাণ পাওয়া গেলেও কোনো বোমা উদ্ধার হয়নি। আর আপাতত দুষ্কৃতীদের গ্রেফতার করা সম্ভব হয়নি। এমনকি আহত দুষ্কৃতীদের হাসপাতাল থেকেও খোঁজ পাওয়া যায়নি। এছাড়া আহত জিন্নাতের পরিবার সূত্রেও কিছু জানা যায়নি।
Sponsored Ads
Display Your Ads Here
তার আত্মীয় মোজাম্মেল মণ্ডল জানান, ‘‘জিন্নাত খাওয়াদাওয়া সেরে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। এর কিছুক্ষণ পরে প্রচণ্ড শব্দ হয়। খবর পাই অনেকে বোমা বিস্ফোরণে আহত হয়েছে। জিন্নাতের হাত উড়ে গেছে। কিন্তু আমরা গিয়ে কাউকে দেখতে পাইনি। কোথায় আছে, কারা নিয়ে গিয়েছে কিছুই জানি না। যারা কলেজপড়ুয়া একটি ছেলেকে প্রলোভন দেখিয়ে এরকম খারাপ কাজে নিযুক্ত করেছে, পুলিশ আগে তাদের গ্রেফতার করুক।’’ ইতিমধ্যে পুলিশ অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করেছেন। প্রসঙ্গত, যে বিদ্যালয়ের পিছনের জঙ্গলে বোমা বাঁধা হচ্ছিল, সেটাই নির্বাচনের ভোটকেন্দ্র।
Sponsored Ads
Display Your Ads Here