অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ প্রচণ্ড গরমের দাপটে নাজেহাল বঙ্গবাসী। তবে এরই মধ্যে আবহাওয়া দপ্তর ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। যা রাজ্যবাসীর মনে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।
আজ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহে উত্তরের পাঁচটি জেলা ভিজতে পারে। কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। কিন্তু উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী দু’দিন মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ জারি থাকবে।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে আগামী কয়েক দিনের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত ভাবে স্থানীয় মেঘ থেকে হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর শনিবার থেকে আবহাওয়ার পরিস্থিতি কিছুটা বদলাতে পারে।
Sponsored Ads
Display Your Ads Here