নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ শেষমেশ দীর্ঘ সময় পর শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে বাগডোগরা বিমান বন্দরে দেখা পাওয়া গেল। কোথায় যাচ্ছেন? প্রশ্ন করতে জানান, ‘‘কিছু বলব না, কলকাতায় যাচ্ছি।’’ কিন্তু পরেশ অধিকারীর দেখা পাওয়া গেলেও কন্যা অঙ্কিতা অধিকারীর দেখা পাওয়া গেল না।
অথচ বাবা-মেয়ে দু’জনকেই সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন বিকেলবেলা ৩ টের মধ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরেশচন্দ্র অধিকারীকে সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন। রুল ইস্যু করার আগে শেষ সুযোগ দেওয়া হয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
তবে দুপুরবেলা ২ টো নাগাদ তিনি ইমেল করে সময় চেয়ে জানান, ‘‘কোচবিহারে রয়েছেন তাই এদিন ৩ টের মধ্যে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়া সম্ভব নয়। সন্ধেবেলা সাড়ে ৬ টা নাগাদ কলকাতায় পৌঁছাবেন।’’
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু এরপরই সিবিআই বার বার বলা সত্ত্বেও নির্দিষ্ট সময়ের মধ্যে সিবিআই দপ্তরে হাজিরা না দেওয়ায় পরেশচন্দ্র অধিকারী ও অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। তাঁর আইনজীবী অনুরোধ করেন, ‘‘পরেশচন্দ্র অধিকারীকে যেন পুলিশ ধরে নিয়ে না যায়।’’
Sponsored Ads
Display Your Ads Here
বিচারপতি গঙ্গোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, ‘‘কাউকে কোনো জামাই আদর করা হবে না। এছাড়া এখনই বিধাননগর কমিশনারেটকে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে। এর পাশাপাশি কলকাতায় নামলে বিমানবন্দর থেকেই পরেশচন্দ্র অধিকারীকে সিবিআইয়ের কাছে নিয়ে যাওয়ার নির্দেশও দিয়েছেন।’’