নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়াঃ আজ কুড়মি জাতিকে তফশিলী জনজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্তি ও কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলীর অন্তর্ভুক্তির দাবীতে পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে অবরোধ শুরু হয়। এমনকি রেলস্টেশনে লাইনের উপরেই বাঁশ পুঁতে প্যান্ডেল বাঁধার কাজ শুরু করেন।
এদিন সকালবেলা ৬ টা থেকে রেলস্টেশনে রেল অবরোধ শুরু হয়। কয়েক হাজার মানুষ স্টেশনে এবং রেলপথের উপর বসে পড়েন। আবার অনেকে শুয়েও পড়েন। এছাড়া নাচ-গান ও খাওয়াদাওয়াও চলে। আশপাশে মিষ্টি, ঘুগনি, তেলেভাজা এবং চপ-মুড়ি ইত্যাদি নানা খাবারের দোকানও বসে যায়। জনসমাগমের জেরে রেললাইন মেলাপ্রাঙ্গণের চেহারা নেয়। এতে পুরুলিয়া-রঘুনাথপুর রোডেও যান চলাচল বন্ধ হয়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
বিকেলবেলা ৫ টার পর অবরোধকারীরা রেললাইনে বাঁশ পুঁতে প্যান্ডেল বাঁধার কাজ শুরু করেন। কুড়মি নেতা অজিতপ্রসাদ মাহাতো বলেছেন, ‘‘যতক্ষণ না অবধি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে সদর্থক বার্তা না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত অবরোধ তুলবেন না।’’
Sponsored Ads
Display Your Ads Here
এই বিষয় নিয়ে আদ্রার ডিআরএম মণীশ কুমার জানিয়েছেন, ‘‘এখনো অবধি কোনো সুরাহা হয়নি। আমাদের আধিকারিকরা ওখানেই রয়েছেন। আন্দোলনকারীদের অনুরোধ করেও কোনো কাজ হয়নি। কি করা যায় দেখছি। স্থানীয় পুলিশ প্রশাসন আইনশৃঙ্খলা বজায় রাখার কাজটি দেখছে।’’
Sponsored Ads
Display Your Ads Here