ব্যুরো নিউজঃ পাকিস্তানঃ আর্থিক নয়ছয়ের মামলা থেকে মুক্তি পেতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তাঁর ছেলে তথা পাক পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী হামজা আদালতের দ্বারস্থ হলেন। দেশের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফআইএ (ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সি) আবেদন মেনে প্রায় ১ হাজার ৬০০ কোটি পাকিস্তানি রুপি তছরুপের অভিযোগে শাহবাজ শরিফ এবং হামজাকে আদালত তলব করেছিল।
এই প্রেক্ষিতে মামলার অভিযুক্তের তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়ার জন্য বিশেষ আদালতে আবেদন জানান। আদালতে হাজির হওয়ার জন্য আদালতের তরফে শাহবাজ শরিফ ও হামজাকে নির্দেশ দেওয়া হলেও হাজির হননি। শাহবাজ শরিফ এবং হামজার আইনজীবী আমজাদ পারভেজ শুনানি পর্বে জানান, ‘‘দেশ জুড়ে বন্যা পরিস্থিতি চলছে। তাই প্রধানমন্ত্রী সরকারী ত্রাণ এবং উদ্ধারের কাজ পর্যবেক্ষণে ব্যস্ত রয়েছেন।’’
Sponsored Ads
Display Your Ads Here
যা শুনে বিচারক ইজাজ হাসান আওয়াম বলেন, ‘‘জানি প্রধানমন্ত্রী ব্যস্ত মানুষ। তাই বলে দশ মিনিটের জন্যেও আদালতে আসা যায় না?’’ এরপরেই শুনানি স্থগিত করে আগামী ১৭ ই সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ঘোষণা করে বলেছেন, ‘‘আগে শাহবাজ শরিফ এবং হামজার রেহাইয়ের আবেদনের শুনানি হবে।
Sponsored Ads
Display Your Ads Here

