নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ গতকালের ব্যাপক ঝড়-বৃষ্টিতে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বিভিন্ন এলাকায় প্রচুর পাকা ধান গাছ জলে পড়ে গেছে। আর কেটে রাখা ধান গাছ জলের তলায় চলে যাওয়ায় ধান চাষীদের মাথায় হাত পড়েছে। এর ফলে বৃষ্টির জল জমে ধান প্রায় নষ্টের পথে।
বৃষ্টি হওয়ার জেরে মাঠ থেকে ধান বাড়িতে আসবে কিনা সেই নিয়ে চিন্তায় চাষীরা দিশেহারা হয়ে পড়েছে।একজন ধান চাষী বলেছেন, “গতকাল যে হারে ঝড়-বৃষ্টি হয়েছে তাতে অনেক ধানের ক্ষতি হয়ে যাবে। এছাড়া প্রায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার ফলে ধান গাছ জলের তলায় চলে গেছে। এই ধান বাড়িতে নিয়ে যাব কিভাবে তা কিছুই বুঝে উঠতে পারছি না”
অপর একজন ধান চাষী জানিয়েছেন, “এই বোরো ধান লাগানোর জন্য ঋণ নেওয়া হয়েছে। কিন্তু ধান না পাওয়া গেলে ঋণই বা শোধ করবো কীভাবে?”
Sponsored Ads
Display Your Ads Here
অতএব প্রচণ্ড বৃষ্টির জেরে ধান গোলায় ফেরানোর চিন্তায় মাথায় হাত পড়েছে এই ধান চাষীদের।