নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ করোনা সংক্রমণে জেরবার সমগ্র ভারতবর্ষ। সংক্রমণ ও মৃত্যু যেন পাল্লা দিয়ে ক্রমাগত বেড়েই চলেছে।
আর এই অসহনীয় পরিস্থিতিতে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়ে এগিয়ে এসেছে ব্রিটেন। আজ সকালে ব্রিটেন থেকে বিমানের মাধ্যমে রাজধানীর বিমানবন্দরে করোনা মোকাবিলার জন্য ভেন্টিলেটর এবং অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন এসে পৌঁছেছে।
সূত্রের খবরের ভিত্তিতে জানা গেছে, ব্রিটেন মোট ১০০টি ভেন্টিলেটর ও ৯৫ টি অক্সিজেন কনসেন্ট্রেটর পাঠিয়েছে। এরপর আরো প্রয়োজনীয় সামগ্রী আসবে। খুব শীঘ্রই ব্রিটেন ৬০০ এর বেশী গুরুত্বপূর্ণ মেডিকেল সামগ্রী পাঠাবে।
এমনকি ভারতের এই দুঃসময় ব্রিটেনের পাশাপাশি ফ্রান্স, আমেরিকা, অস্ট্রেলিয়ার মতো একাধিক দেশ ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। হোয়াইট হাউস ভারতে ভ্যাক্সিন তৈরির কাঁচামাল পাঠানোর কথা ঘোষণা করেছে। যেখানে মোট ৪৯৫ টি অক্সিজেন কনসেন্ট্রেটর, ১২০ টি নন-ইনভ্যাসিভ ভেন্টিলেটর এবং ২০ টি ম্যানুয়াল ভেন্টিলেটর আসবে।