হাসপাতাল থেকে খোয়া গেলো অক্সিজেন ফ্লো মিটার সহ অন্যান্য সরঞ্জাম
অনুপ জয়সওয়ালঃ উত্তর দিনাজপুরঃ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো।
হাসপাতাল সুত্রে জানা যায়, বিল্ডিংয়ের চার তলায় মহিলা ওয়ার্ডটি করোনা ওয়ার্ডে পরিণত করা হয়েছিলো। করোনা রোগীর চাপ কম থাকায় ওয়ার্ডটি তেমন ভাবে ব্যবহার করা হচ্ছে না। সেই কারণে ওয়ার্ডটি ফাঁকা রয়েছিল।
সেই সুযোগে দুষ্কৃতীকারীরা করোনা বিভাগে রাখা ব্যাপক সংখ্যক অক্সিজেন ফ্লো মিটার চুরি এবং নষ্ট করেছে। এর পাশাপাশি বেসিন, জলের নল ও চিকিৎসার অন্যান্য সরঞ্জাম চুরি এবং ভাঙচুর করা হয়েছে বলে মেডিকেল কলেজের সহকারী অধ্যক্ষ ডঃ প্রিয়ঙ্গর রায় জানিয়েছেন।
রায়গঞ্জ থানার পুলিশকে এই ঘটনার খবর দেওয়া হয়। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।