নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ আজ বীরভূমের সিউড়ি তিলপাড়া ব্যারেজের একের পর এক এক্সটেনশন ওয়াটার ডিভাইডার ভেঙে চরম বিপত্তি ঘটে। দিন কয়েক আগেই দু’টি বড়ো ডিভাইডারে ফাটল দেখা দেয়। আর ওই ফাটল বেড়ে এই দুর্গতি হয়েছে বলেই জানা গিয়েছে।
এদিন সকালবেলা প্রায় পাঁচ থেকে ছ’টি ছোটো ওয়াটার ডিভাইডার মাঝামাঝি ভাবে ভেঙে গিয়েছে। প্রশাসনের আধিকারিকরাও খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। ব্যারেজ সংস্কারের কাজ শুরু হলেও একের পর এক ওয়াটার ডিভাইডার ভেঙে পড়ায় বিপত্তি বাড়ছে। উল্লেখ্য, এই ব্যারেজের উপর-নীচে অনেক বালিঘাট রয়েছে। বালিঘাটগুলি থেকে লাগামছাড়া ভাবে বালি তোলার জন্য ব্রিজের তলার অংশ অনেকটাই সরে গিয়েছে। ফলে ব্রিজের নীচের অংশ ভেঙে গেছে। আর নীচের অংশের জন্য যে ওয়াটার ডিভাইডার রয়েছে তাতে বড়ো বড়ো ফাটল দেখা দিয়েছিল।
এরপর এদিন ছোটো ছোটো ওয়াটার ডিভাইডারগুলি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে ব্যারেজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর যেকোনো সময় বড়ো ধরণের দুর্ঘটনা ঘটতে পারে ভেবে এই মুহূর্তে সেখানে যান চলাচল একেবারেই নিয়ন্ত্রণ করা হয়েছে। দিন কয়েক আগে বড়ো গাড়ি চলাচলের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। জেলার পুলিশ সুপার জানান, “আজ সকাল থেকেই বড়ো গাড়ির পাশাপাশি ছোটো বাইক ও চারচাকার যাতায়াতের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়। শুধুমাত্র পায়ে হেঁটে সাধারণ মানুষ যাতায়াত করছেন।”
Sponsored Ads
Display Your Ads Here