একই দিনে তিন জায়গায় ঘটে গেল অগ্নিকাণ্ডের ঘটনা

Share

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়ায় একই দিনে বেলুড় আর ডোমজুড়ের পর এবার শ্যামপুরেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রথমত আজ বেলুড় থানার লিলুয়া মতোয়ালা রোডে কাঁচামালে ভর্তি একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। যা অল্প কিছু ক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে। এরপর দমকল কর্মীরা দমকলের চারটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

দমকল কর্মীদের প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আবার দুপুরবেলা ডোমজুড় থানা এলাকার লক্ষণপুর এলাকায় একটি তুলোর গোডাউনে আগুন লাগতে দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে এদিন দুপুরবেলা গ্রামীণ হাওড়ার হোগলাসিতে একটি চায়ের দোকানে আগুন লাগে। আর মুহূর্তের মধ্যে তা আশপাশের ছ’টি দোকানে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই শ্যামপুর থানার পুলিশ ও দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দমকলের দু’টি ইঞ্জিন নিয়ে আগুন নেভানোর কাজ করছে। যদিও আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয়েছে।

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram