অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ শিয়ালদহে ট্রেনের ধাক্কার জেরে রেল কর্তৃপক্ষ এক জন চালককে সাসপেন্ড করেছে। প্রাথমিক তদন্তে রেল কর্তৃপক্ষ জানতে পেরেছেন, যান্ত্রিক কোনো গোলযোগের কারণে ওই দুর্ঘটনা ঘটেনি। বরং সিগন্যাল অমান্য করার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট এলে বাকি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
আজ দুপুরবেলা ১২ টা নাগাদ শিয়ালদহ স্টেশনের কাছে কারশেডমুখী একটি ফাঁকা ট্রেনের সঙ্গে রানাঘাটগামী একটি যাত্রীবাহী ট্রেনের ধাক্কা লাগতে কারশেডমুখী ফাঁকা ট্রেনটির একটি চাকা ভেঙে যায়। এতে রানাঘাটগামী ট্রেনের কেবিনের একটি দরজাও ক্ষতিগ্রস্ত হয় এছাড়া রেললাইনেরও ক্ষতি হয়।
এই ঘটনার তদন্তে নেমে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কারশেডগামী ট্রেনের চালকের ভুলেই ওই দুর্ঘটনা ঘটেছে। রেল সূত্রে জানা গিয়েছে, কারশেডগামী ট্রেনের চালক সিগন্যাল অমান্য করেই এগিয়ে গিয়েছিলেন। ‘সান্টিং লোকো পাইলট’ সিগন্যাল মানেননি বলেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানতে পারা গিয়েছে।
রেল কর্তৃপক্ষ এই গোটা বিষয়টিকে ‘সিগন্যাল পাস্ড অ্যাট ডেঞ্জারের’ ঘটনা বলে উল্লেখ করেছেন। যা বিপদ সঙ্কেত অর্থাৎ লাল সিগন্যাল না মেনে যদি চালক ট্রেন নিয়ে এগিয়ে যান তখন তাকে ‘সিগন্যাল পাস্ড অ্যাট ডেঞ্জার’ বলা হয়। অতীতে এমন সিগন্যাল অমান্য করায় বিভিন্ন প্রান্তে বড়োসড়ো রেল দুর্ঘটনা ঘটে অনেক রেলযাত্রীর মৃত্যুও হয়েছে।