নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ বরাবরই হুগলীর চন্দননগর ও নদীয়ার কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত। আর চলতি বছরও করোনা পরিস্থিতির জন্য নৈশকালীন কার্ফু জারি রয়েছে। কিন্তু জগদ্ধাত্রী পুজো উপলক্ষে কৃষ্ণনগর এবং চন্দননগরে রাত্রিকালীন কার্ফু শিথিল করা হয়েছে।
প্রতি বছর কৃষ্ণনগর এবং চন্দননগরের বিভিন্ন জেলার প্রচুর মানুষ জগদ্ধাত্রী প্রতিমা দেখতে জমায়েত হন। কিন্তু করোনা পরিস্থিতির কারণে জারি থাকা রাত্রিকালীন কার্ফু পুজোর দিনগুলিতেও একই ভাবে জারি থাকবে কি না তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল।

- Sponsored -
আজ সেই ধোঁয়াশা কাটিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জগদ্ধাত্রী পুজো উপলক্ষে একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানিয়েছেন, “আগামী ১২ ই নভেম্বর শুক্রবার ও ১৩ ই নভেম্বর শনিবার রাত ১১ টা থেকে ভোর ৫ টা অবধি নদীয়া ও হুগলী জেলা জুড়ে মানুষ এবং যান চলাচলে্র উপর ছাড় দেওয়া হয়েছে”।