বাংলাদেশঃ ভাগ্য কখন কার সহায় হয় তা কেউ নিজে থেকে বলতে পারে না। আর ঠিক এরকমই একটি ঘটনা ঘটল নতুন বছরের প্রথমদিনে।
আজ ভোরবেলা বাংলাদেশের রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় আক্কাস মোল্লা নামের একজন জেলের জালে বিশাল আকৃতির একটি কাতলা মাছ ধরা পড়েছে। কাতলা মাছটির ওজন ২০ কেজি ৫০০ গ্রাম।

- Sponsored -
সকালে তিনি মাছটি নিয়ে দৌলতদিয়া ঘাটের নাটু মোল্লার আড়তে বিক্রি করতে গেলে ওই ঘাটের মাছ ব্যবসায়ী মহম্মদ চান্দু মোল্লা মাছটি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ৩২ হাজার ৮০০ টাকায় কিনে নেন। পরে আবার তিনি ঢাকায় মাছটি ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ৩৪ হাজার ৮৫০ টাকায় বিক্রি করেন।
তবে বিশালাকৃতি এই কাতলা মাছটিকে দেখতে ভিড় জমান কৌতূহলীরা।