বাংলাদেশঃ ভাগ্য কখন কার সহায় হয় তা কেউ নিজে থেকে বলতে পারে না। আর ঠিক এরকমই একটি ঘটনা ঘটল নতুন বছরের প্রথমদিনে।
আজ ভোরবেলা বাংলাদেশের রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় আক্কাস মোল্লা নামের একজন জেলের জালে বিশাল আকৃতির একটি কাতলা মাছ ধরা পড়েছে। কাতলা মাছটির ওজন ২০ কেজি ৫০০ গ্রাম।
সকালে তিনি মাছটি নিয়ে দৌলতদিয়া ঘাটের নাটু মোল্লার আড়তে বিক্রি করতে গেলে ওই ঘাটের মাছ ব্যবসায়ী মহম্মদ চান্দু মোল্লা মাছটি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ৩২ হাজার ৮০০ টাকায় কিনে নেন। পরে আবার তিনি ঢাকায় মাছটি ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ৩৪ হাজার ৮৫০ টাকায় বিক্রি করেন।
তবে বিশালাকৃতি এই কাতলা মাছটিকে দেখতে ভিড় জমান কৌতূহলীরা।