মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ অতি সম্প্রতি উত্তর চব্বিশ পরগণার বারাসাতের যে প্রৌঢ় বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হয়েছিল তিনি ওমিক্রন আক্রান্ত নন। কেবল ডেল্টার একটি রূপে আক্রান্ত হয়েছেন। যা অনেকটাই স্বস্তিদায়ক খবর।
কয়েকদিন আগেই ওই প্রৌঢ় পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন। সীমান্তে তার নমুনা সংগ্রহ করে সাগর দত্ত মেডিক্যাল কলেজে পাঠানো হয়। আর রাতেরবেলা যে রিপোর্ট আসে তাতে দেখা যায় ওই প্রৌঢ় করোনা পজিটিভ।
এরপর ওমিক্রন সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি করানো হয়। তারপর জিন পরীক্ষা করা হয়। আজ সেই রিপোর্ট স্বাস্থ্য দপ্তরের হাতে আসে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী এই বিষয়ে জানিয়েছেন, “ওই প্রৌঢ় করোনার ওমিক্রন রূপে আক্রান্ত নন”।