Indian Prime Time
True News only ....

রূপনারায়ণ নদ থেকে উদ্ধার অলিভ রিডলে প্রজাতির কচ্ছপ

- sponsored -

- sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ এবার হাওড়ার রূপনারায়ণ নদে প্রশান্ত ও ভারত মহাসাগরে বসবাসকারী অলিভ রিডলে প্রজাতির কচ্ছপ উদ্ধার হয়েছে। গতকাল গভীর রাতেরবেলা বাগনান থানার অন্তর্গত বাকসীহাট পঞ্চায়েতের মানকুর শীতলাতলা থেকে প্রায় চব্বিশ কিলোগ্রাম ওজনের বিরাট সামুদ্রিক কচ্ছপটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রের খবর, কচ্ছপটি রূপনারায়ণের পারে পড়েছিল। স্থানীয় যুবক রাজু কোটাল ও বাদল পাত্র নদীর পারে কচ্ছপটিকে দেখতে পেয়ে ডাঙায় তুলে এনে বাগনান থানার পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে বাগনানের বন্যপ্রাণপ্রেমী সংগঠন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য এবং বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিকের সঙ্গে যোগাযোগ করে। কিছুক্ষণের মধ্যেই চিত্রক প্রামাণিক এবং তাঁর সঙ্গী সুমন্ত দাস, ঝিন্দন প্রধান, তিতাস প্রধান এলাকায় গিয়ে দেখেন সেটি একটি অলিভ রিডলে কচ্ছপ।

চিত্রক প্রামাণিক জানান, ‘‘প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগরে বসবাসকারী কচ্ছপটি ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিল। নড়াচড়ার ক্ষমতা প্রায় ছিল না। বাম দিকের ফ্লিপারে আঘাত ছিল। এরা মূলত ওড়িশার উপকূলে ডিম পাড়তে আসে। কোনো কারণে দিগ্‌ভ্রান্ত হয়ে নদীতে চলে এসেছে। আর কয়েক বছর আগে ওই এলাকায় আরো দু’টি অলিভ রিডলে কচ্ছপ পাওয়া গিয়েছিল। তাদের একটিকে ভুলবশত মানুষ মেরে ফেলে ও অন্যটি বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়।’’

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

এদিনই হাওড়া বন দপ্তরের কর্মীরা এসে কচ্ছপটিকে উদ্ধার করে গড়চুমুক প্রাণী উদ্ধারকেন্দ্রে নিয়ে যান। গড়চুমুকের ভারপ্রাপ্ত রেঞ্জ অফিসার রাজেশ মুখোপাধ্যায় বলেন, ‘‘কচ্ছপটির আমাদের প্রাণী চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা করা হচ্ছে। যদি সুস্থ হয়ে ওঠে তবে আবার তার প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হবে।’’

ভারতীয় প্রাণী সর্বেক্ষণ (জেডএসআই)-এর ডেপুটি ডিরেক্টর তথা সরীসৃপ বিজ্ঞানী কৌশিক দেউটি বলেছেন, ‘‘অলিভ রিডলে মূলত ভারত-প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের বাসিন্দা। শীতের শুরু থেকে ভারত, বাংলাদেশ, মায়ানমারের বঙ্গোপসাগর উপকূলে ডিম পাড়তে আসে। এছাড়া প্রতি বছর ওড়িশার গহিরমাথা, ঋষিকুল্যা এবং দেবী নদীর মোহনার অস্তরং সৈকতে লক্ষাধিক অলিভ রিডলে ডিম পাড়তে আসে। এমনকি সুন্দরবনের কলস, মেছুয়া ও ছাইমারির মতো দ্বীপের বালির তটেও ডিম পাড়তে আসে। আর শীতের শেষ পর্বেই ফিরে যায়। এপ্রিল থেকে ডিম ফুটে বাচ্চা বেরোনো শুরু হয়।’’

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored