চয়ন রায়ঃ কলকাতাঃ ফ্ল্যাট প্রতারণার মামলায় অভিযুক্ত অভিনেত্রী তথা বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান আজ সময়ের আগেই বেলা ১০টা ৪৫ মিনিটে ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) দপ্তর সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছিলেন। এরপর সেখান থেকে ঠিক সন্ধ্যে ৫টা বেজে ১৫ মিনিটে বেরিয়ে যান। অর্থাৎ প্রায় সাড়ে ছ’ঘণ্টা নুসরত জাহানকে ইডির দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হয়।
এরপর তিনি সিজিও কমপ্লেক্সের বাইরে আসতেই সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করতে থাকেন। কিন্তু নুসরত জাহান শুধু জানান, ‘‘ইডির দিক থেকে যা যা চাওয়ার, আমার দিক থেকে যা যা দেওয়ার, সব দেওয়া হয়ে গিয়েছে।’’ এই বলে সোজা গাড়িতে চেপে বেরিয়ে যান।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত, বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা নুসরত জাহানের বিরুদ্ধে ফ্ল্যাট প্রতারণার অভিযোগ এনেছিলেন। এর জেরেই তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ডেকে পাঠায়। কিন্তু নুসরতের বিশ্বাস ছিল তিনি নির্দোষ হওয়ায় ইডি ডাকবে না। তবে সেই ধারণা বাস্তবে একেবারেই মেলেনি।