অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সকালবেলা থেকেই রোদ ঝলমলে আকাশ ছিল। কিন্তু দুপুর গড়াতেই আকাশ মেঘের চাদরে ঢেকে গেল। কোথাও কোথাও কয়েক পশলা বৃষ্টিও হয়েছে। এর জেরে গত কয়েকদিনের অস্বস্তিকর গরম থেকে খানিকটা স্বস্তি পাওয়া গিয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে আজ থেকে শুক্রবার অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

- Sponsored -
ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগণা এবং দক্ষিণ চব্বিশ পরগণা সহ কোনো কোনো জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আজ ও আগামীকাল মালদা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।