নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ বিজেপির সাসপেন্ডেড জাতীয় মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে আগামী ১০ ই আগস্ট অবধি নূপুর শর্মাকে গ্রেফতার করা যাবে না বলে আজ দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে।
প্রসঙ্গত, নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যে দেশের বিভিন্ন প্রান্তে অশান্তির পরিবেশ তৈরী হয়েছিল। এই পরিপ্রেক্ষিতে দেশের একাধিক রাজ্যে নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। গতকাল নূপুর শর্মা ওই এফআইআরের ভিত্তিতে গ্রেফতারী এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আইনজীবী মারফত সেই আবেদন জানানো হয়।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
এই আবেদনের ভিত্তিতে বিচারপতি সূর্যকান্ত ও জেবি পাড়িয়ালার অবকাশকালীন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে, ‘এই সময়ের মধ্যে নূপুরের বিরুদ্ধে কোনোরকম কঠোর পদক্ষেপ গ্রহণ করা যাবে না।’ আগামী ১০ ই অগস্ট এই মামলার পরবর্তী শুনানি হবে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code