নিজস্ব সংবাদদাতাঃ পাঞ্জাবঃ আজ প্রায় ১ টা নাগাদ খনি মাফিয়াদের হাতে নৃশংস ভাবে খুন হলেন সুরেন্দ্র সিংহ নামে পাঞ্জাবের হরিয়ানা পুলিশের এক জন উচ্চপদস্থ আধিকারিক।
জানা গিয়েছে, মেওয়াতের তাওয়াদুর ডিএসপি সুরেন্দ্র সিংহ গোপন সূত্রের ভিত্তিতে খবর পান যে, নুহে বেআইনী খনি থেকে পাথর ট্রাকে তোলা হচ্ছে। এরপরই তিনি দ্রুত পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান। কিন্তু পুলিশ বাহিনী সেখানে যেতেই খনি মাফিয়ারা পুলিশ বাহিনীকে ঘিরে ফেলে।

- Sponsored -
তারপর সুরেন্দ্র সিংহকে একটি ডাম্পারের তলায় ফেলে দিয়ে সুরেন্দ্র সিংহের উপর দিয়ে পাথরভর্তি ডাম্পার চালিয়ে দেয়। এর জেরে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। এই ঘটনায় জেলার পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য যে, চলতি বছরই সুরেন্দ্র সিংহের অবসর নেওয়ার কথা ছিল।