নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আর পড়ুয়াদের দ্বিতীয় শ্রেণী অবধি লিখিত পরীক্ষায় বসতে হবে না। এবার নরেন্দ্র মোদী সরকার ২০২০ সালের জাতীয় শিক্ষানীতির অনুসরণ করে তৈরী জাতীয় পাঠক্রম পরিকাঠামো (ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক বা এনসিএফ) অনুযায়ী প্রাথমিক স্তরের শিক্ষায় নতুন পদ্ধতি আনতে চলেছে।
এনসিএফের নয়া খসড়ায় বলা হয়েছে, ‘পড়ুয়াদের নয়া পদ্ধতিতে তৃতীয় শ্রেণী থেকে লিখিত পরীক্ষার মুখোমুখি হতে হবে। পাঠ্যক্রম ও মূল্যায়ন পদ্ধতি এমন হওয়া উচিত, যাতে শিশুপড়ুয়াদের উপর বাড়তি চাপ না পড়ে।’
Sponsored Ads
Display Your Ads Here
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, ২০২২ সালে জাতীয় এবং রাজ্যস্তরে এই সংক্রান্ত সমীক্ষা হয়েছিল। ওই সমীক্ষার ফল পর্যালোচনা করেই এই পদক্ষেপের সুপারিশ। নয়া খসড়ায় দ্বিতীয় শ্রেণী পর্যন্ত লিখিত পরীক্ষার বদলে বিকল্প মূল্যায়ন পদ্ধতির কথা বলা হয়েছে। তাতে শিশুর পর্যবেক্ষণ এবং তাদের শেখার অভিজ্ঞতাকে বিশ্লেষণের উপর জোর দেওয়ার কথা রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here