মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) উত্তর চব্বিশ পরগণার সন্দেশখালির ডুগরিপাড়া গ্রামে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ শফিকুল মোল্লার বাড়িতে তল্লাশি চালায়। কেন্দ্রীয় বাহিনী গোটা বাড়ি ঘিরে রাখে। শফিকুল পেশায় এক জন হাতুড়ে চিকিৎসক। তিনি বাড়িতে না থাকায় পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চালানো হয়।
শফিকুলের বাড়ির দোতলায় সরবেড়িয়া ডুগরিপাড়া চাইল্ড অ্যাকাডেমী। আর নীচের তলায় অনেক ভাড়াটে রয়েছেন। তদন্তকারী আধিকারিকেরা জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারেন, তাদের কেউ মুর্শিদাবাদ, কেউ সন্দেশখালি, কেউ দক্ষিণ চব্বিশ পরগণা থেকে এসেছেন। তবে শফিকুলের কন্যা বলে, ‘‘আমি জানি না কেন এসেছেন। শাহজাহানকে এলাকার নেতা হিসাবে চিনি। ওর বাড়িতে যাতায়াত নেই। ৫ ই জানুয়ারী শাহজাহানের বাড়িতে ইডির হানার সময় বাবা বাড়িতেই ছিলেন। আমাদের কেউ ডাকেনি।’’
Sponsored Ads
Display Your Ads Here
এর আগে সিবিআই ওই গ্রামের শাহজাহানের ঘনিষ্ঠ দিন আলি মোল্লার ছেলে আবু হোসেন মোল্লা ওরফে দুরন্ত মোল্লার খোঁজ করছিল। কিন্তু তাকে বাড়িতে পাওয়া যায়নি। এরপর শওকতের বাড়িতে যায়।
Sponsored Ads
Display Your Ads Here