মিনাক্ষী দাসঃ চুল আমাদের সৌন্দর্য্যের অন্যতম প্রতীক। কিন্তু চুল তেলতেলে হয়ে থাকলে তা দেখতে ভালো লাগে না। আবার সবসময় শ্যাম্পু করার সময়ও থাকে না। এই সব দিনে ড্রাই শ্যাম্পু দারুণ কার্যকরী। কিন্তু বাজারে যেসব ড্রাই শ্যাম্পুগুলি পাওয়া যায় সেগুলির দামও আকাশ ছোঁয়া। আর মাথার ত্বকের ক্ষতিও করে। তবে মাত্র তিনটি উপকরণ দিয়ে বাড়িতেই শ্যাম্পু তৈরী করা খুব সহজ।
উপকরণঃ ১/৪ কাপ কোকো পাউডার, ১/৪ কাপ অ্যারারুট বা কর্নস্টার্চ ও দশ ফোঁটা এসেনশিয়াল অয়েল।
Sponsored Ads
Display Your Ads Hereপদ্ধতিঃ ১) একটি পাত্রে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে।
২) এরপর চুলের জন্য প্রয়োজনীয় কিছু এসেনশিয়াল অয়েল, যেমন- টি ট্রি, ল্যাভেন্ডার, রোজমেরি মিশিয়ে নিতে হবে। কিন্তু এসেনশিয়াল অয়েল ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণ, অতিরিক্ত অয়েল ব্যবহার করলে হিতে বিপরীত হতে পারে।
৩) এবার বায়ুরোধী কাচের শিশিতে এই মিশ্রণ ঢেলে রেখে দিতে হবে। প্রিজারভেটিভ দেওয়া না থাকলেও ড্রাই শ্যাম্পু চট করে নষ্ট হওয়ার ভয় থাকে না।
Sponsored Ads
Display Your Ads Hereব্যবহারের উপায়ঃ ১) প্রথমে চিরুনি দিয়ে চুল ভালো করে আঁচড়ে নিয়ে সিঁথি ভাগ করে ব্রাশের সাহায্যে ওই মিশ্রণ মাথায় ছড়িয়ে দিতে হবে।
২) তারপর হাত দিয়ে বা ব্রাশ দিয়ে মাথার ত্বকে মিশিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তবে অতিরিক্ত গুঁড়ো মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে।
এভাবে ক্ষণিকের মধ্যেই আপনার চুল রেশমের মতো হয়ে উঠবে।
Sponsored Ads
Display Your Ads Here