ব্যুরো নিউজঃ আমেরিকাঃ বিশ্ব জুড়ে করোনা মারাত্মক প্রভাব ফেলেছে। আর করোনা থেকে সাবধানতা অবলম্বন করতে মাস্ক পড়া অত্যন্ত বাধ্যতামুলক।
কিন্তু এবার আমেরিকার স্বাস্থ্যকর্তারা অর্থাৎ সিসিডি (সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন) আমেরিকানদের নির্দেশ দিলেন যে, করোনা ভ্যাক্সিনের দু’টি ডোজ নেওয়ার পর মাস্ক ছাড়াই বাইরে বের হওয়া যাবে। তবে কোনো বিশাল জমায়েতে ও অচেনা মানুষ জনের ভিড়ে এই নির্দেশ কার্যকর হবে না। এছাড়া ভ্যাক্সিন নেয়নি এমন ব্যক্তিরাও কিছু কিছু ক্ষেত্রে মাস্ক না পরেই বাইরে যেতে পারবেন।
অবশ্য যারা ফাইজার বা মর্ডানারের দু’টি ডোজ বা জনসন অ্যান্ড জনসনের ১টি ডোজও নেননি তাদের রেস্তরাঁ অথবা কোনো জমায়েতে মাস্ক পরা একান্তই বাধ্যতামূলক।
Sponsored Ads
Display Your Ads Here
এই প্রসঙ্গে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, “সিডিসির এই নির্দেশিকার ফলে আরো মানুষ ভ্যাক্সিন নিতে উত্সাহ বোধ করবেন। যাতে এই মারণ রোগের হাত থেকে রেহাই পাওয়া যায়”।
Sponsored Ads
Display Your Ads Hereবার্মিংহামের অ্যালাবামা বিশ্ববিদ্যালয়ের ছোঁয়াচে রোগ বিশেষজ্ঞ মাইক স্যাগ বলেছেন, “এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। আমরা ফের আগের মতো স্বাভাবিক ভাবে কাজকর্ম করতে পারব। এখনো পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি কিন্তু তা হলেও সে দিকে এগনোর একটা প্রচেষ্টা শুরু হয়েছে”।