আর নয় ডাইনি অপবাদ, জাগ্রত হচ্ছে আদিবাসী সমাজ
দ্বিজেন্দ্রপ্রসাদ মুখোপাধ্যায়ঃ বীরভূমঃ বছরের পর বছর ধরে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ডাইনি অপবাদ চলে আসছে। সমাজ উন্নত হলেও গত দশ বছরে একাধিক ঘটনার সাক্ষী থেকেছে বীরভূম। কিন্তু আর ডাইনি অপবাদ নয় আদিবাসী সমাজ জাগ্রত হচ্ছে।
গ্রাম যে শিক্ষার দিকে এগোচ্ছে সদাইপুরের এক আদিবাসী গ্রাম এরই প্রমাণ। প্রত্যেকেই চাইছেন, “আদিবাসী গ্রামে ডাইনি অপবাদ সহ নানান কুসংস্কার দূর হোক”। আর এই কুসংস্কার দূর করতে গ্রামবাসীরা একত্র হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নেপাল মুর্মু নামে দুবরাজপুর ব্লকের সদাইপুর থানার মেটে গ্রামের এক তান্ত্রিক শ্রীরামপুর গ্রামের বিভিন্ন মানুষকে ডাইনি অপবাদ দিয়ে তাদের কাছ থেকে লুটপাট করছিল। আর তাদের নানানভাবে সাজা দিচ্ছিল বলে অভিযোগ গ্রামবাসীদের।
আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা এই ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন। ওই তান্ত্রিককে নানান ভাবে জিজ্ঞাসাবাদ করা হলে কোনো কিছু স্বীকার করেননি। এই ঘটনার জন্য দুবরাজপুর ও সদাইপুর দুই থানার পুলিশকে খবর দেওয়া হয়। এরপর দুবরাজপুর এবং সদাইপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তান্ত্রিককে আটক করে পরে আবার ছেড়ে দেয়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে আদিবাসী গাঁওতা নেতা রবিন সরেন জানিয়েছেন, “বর্তমান আধুনিক যুগে ডাইনি অপবাদ আদিবাসী সমাজ থেকে উঠে যাওয়া দরকার। এমন ডাইনি অপবাদের ঘটনা সমাজের জন্য খুবই লজ্জাজনক”।