পুলিশ-পাবলিক খণ্ডযুদ্ধে গ্রামে রাতভোর উৎকণ্ঠা

Share

স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ আসামীকে গ্রেপ্তার করতে গেলে আসামীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে নদীয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার বাবলাবন গ্রামে পুলিশ ও স্থানীয় মানুষের খন্ড যুদ্ধ শুরু হয়।

https://www.youtube.com/watch?v=E0L5ZTul0yc

এলাকার প্রত্যক্ষদর্শীদের দাবী, “গতকাল রাত ১০ টা নাগাদ কৃষ্ণগঞ্জ বাবলাবন গ্রামে হঠাৎই পুলিশের গাড়ি এসে দাঁড়ায়। অনেকে ইউনিফর্ম পরে তো অনেকে ইউনিফর্ম ছাড়াই হাতে লাঠি নিয়ে কারোর কাঠের দরজা কারোর টালির চাল কারোর বা টিনের বেড়া এলোপাথাড়ি ভাঙতে থাকে। কিন্তু এই ভাঙচুর কী কারণে হয় কৃষ্ণগঞ্জ থানা থেকে আগত পুলিশরা তা স্পষ্ট করে বলেন না”।


https://www.youtube.com/watch?v=fM7lQyEctVw

“বেশ কয়েকটি বোমা নিক্ষেপ হয়। এমনকি দুই একজন মহিলার গায়ে হাত দেওয়া হয় বলেও এলাকার বাসিন্দারা সকলে দাবী করেন”।


https://www.youtube.com/watch?v=7HoZK26ckPY

 


অন্যদিকে কৃষ্ণগঞ্জ থানা সূত্রে জানা যায়, গতকাল এক আসামীকে গ্রেপ্তার করতে গেলে ওই এলাকার বেশ কিছু যুবক বাধা দিয়ে ওই আসামীকে ছিনিয়ে নিয়ে যায়। এবং পালাতে সাহায্য করে। পুলিশের গাড়ির কাচ ভাঙচুর করা হয়। সরকারী কাজে বাধা দেওয়ার অপরাধে দু’জনকে গ্রেপ্তার করা হয়।

https://www.youtube.com/watch?v=I1HezlXlMaQ

গতকাল রাত থেকেই গোটা গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। এরপর এখনো পর্যন্ত আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

https://www.youtube.com/watch?v=Yso_nm4FOA0

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031