ব্যুরো নিউজঃ নিউইয়র্কঃ এবারের টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তানের মতো মেগা ম্যাচ নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। প্রায় ১০৬ দিন ধরে এই স্টেডিয়াম তৈরী হয়েছিল। এখানে দর্শক আসন সংখ্যা ৩৪ হাজার ছিল। এই স্টেডিয়াম চলতি টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বের আটটি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছিল। কিন্তু এবার এই স্টেডিয়ামের অস্বিত্ব মুছে দেওয়া হবে। মাত্র আটটি ম্যাচের পরই নাসাউ কাউন্টি স্টেডিয়ামের অস্তিত্ব মুছে যেতে চলেছে।
আগেই জানা গিয়েছিল, বিশ্বকাপের পরই ওই স্টেডিয়াম ভেঙে গুঁড়িয়ে ফেলা হবে। আর এবার এই অস্থায়ী স্টেডিয়াম ভাঙতে সেখানে বুলডোজার নিয়ে আসা হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, আগামীকাল থেকে এই স্টেডিয়াম ভাঙার কাজ শুরু হয়ে যাবে। এই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের যাবতীয় অস্থায়ী নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। তবে অস্তিত্ব না থাকলেও নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম আলোচনায় থেকে যাবে।