ওয়েব ডেস্কঃ ব্যাংকের সংখ্যা বাড়লেও আজও পোস্ট অফিসের গুরুত্ব মানুষের কাছে অপরিসীম। অনেকেই পোস্ট অফিসে টাকা রাখাকে সুরক্ষিত মনে করেন তাই মানুষ সেখানে লেনদেনও চালিয়ে যান। এবার পোস্ট অফিস গ্রাহকদের সুবিধার জন্য এক দারুণ স্কীম চালু করেছে। যেখানে ১২৫০০ টাকা বিনিয়োগ করলেই হয়ে যেতে পারেন কোটিপতি। এমনকি ২০ টাকার মাধ্যমে এখানে অ্যাকাউন্ট খোলার সুবিধাও রয়েছে। যা কোনো ব্যাংকে দেওয়া হয় না।
পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ডে যদি প্রতিমাসে ১২৫০০ টাকা জমা করা হয় তবে বার্ষিক টাকার পরিমাণ হবে ১.৫ লক্ষ টাকা। এইভাবে ১৫ বছর টাকা জমা দেওয়া হলে ৭.১% হারে সুদ বৃদ্ধি পেয়ে টাকার পরিমাণ দাঁড়াবে ৪২.৬০ লক্ষ টাকা। আর ১০ বছর পর্যন্ত মেয়াদ বাড়ালে মোট জমা টাকার অংক হবে ১ কোটি টাকা।
করোনা অতিমারীর ফলে দেশের সাধারণ মানুষ চরম সংকটে ভুগছিলেন তাই তার থেকে কিছুটা স্বস্তির জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, যেসমস্ত নাগরিকদের প্রভিডেন্ট ফান্ড রয়েছে সেই টাকার তিন মাসের বেসিক পে এর মধ্যে যেটি কম হবে সেই পরিমাণমাফিক টাকা তিনি তার ই পি এফ থেকে তুলে নিতে পারবেন।