ওয়েব ডেস্কঃ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক ঘোষণা করলেন ২০২১ সালে CBSC বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা এবং NEET পরীক্ষা বাতিল হচ্ছে না। করোনা মহামারীর কথা চিন্তা করেই ও ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সময় দিয়েই পরীক্ষার দিন ঘোষণা করা হবে। ছাত্রছাত্রীদের সময় নষ্ট না করে পড়াশোনা শুরু করার পরামর্শও দিয়েছেন শিক্ষামন্ত্রী।
CBSC পরীক্ষা অনলাইনেও হতে পারে বলে জল্পনা ছড়িয়েছিল, কিন্তু সেই জল্পনা বাতিল করে দিয়েছেন পোখরিয়াল।
এই বছর করোনা আবহে NEET পরীক্ষার দিন তিনবার পরিবর্তন হলেও পরীক্ষা হয়েছিল আর আগামী বছরও সেরকমই পরীক্ষা হবে এবং ছাত্রছাত্রীরা পরীক্ষার জন্য প্রস্তুতির সুযোগও পাবেন।
National Testing Agency NEET পরীক্ষা অফলাইনেই নেয়। ২০২১ এ করোনার জেরে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার কথা ভেবে অনলাইনে পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা করছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। তবে পুরোপুরি সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।