স্বর্ণ পদকের স্বপ্ন পূরণ হলো নীরজের

Share

ব্যুরো নিউজঃ টোকিওঃ বহু বছর ধরে বহু ভারতীয় ক্রীড়াবিদ ট্র্যাক অ্যান্ড ফিল্ডের বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে অলিম্পিক্সে গিয়েছেন। কিন্তু এর আগে ভারতীয় কোনো ক্রীড়াবিদ সফলতা লাভ করেননি। ১২১ বছর পরে অলিম্পিক্সে অ্যাথলেটিক্সে ভারত তৃতীয় পদক পেল।

১৯০০ সালে প্রথম ব্রিটিশ ভারতীয় নর্ম্যান প্রিচার্ড প্যারিস অলিম্পিক্সে অ্যাথলেটিক্সে দুটি পদক জিতেছিলেন। ২০০ মিটার ও ২০০ মিটার হার্ডলসে রুপো জিতেছিলেন। আর নর্ম্যান প্রিচার্ডকে বাদ দিলে ভারতীয় হিসেবে অ্যাথলেটিক্সে প্রথম নীরজ চোপড়া জ্যাভলিনে স্বর্ণ পদক জয় করলেন।


জ্যাভলিন থ্রোয়ে হরিয়ানার ছেলে নীরজের অনবদ্য প্রচেষ্টায় ভারত টোকিও অলিম্পিকে সোনা জিতল। নীরজ ফাইনালে প্রথম থ্রোয়ে ৮৭.০৩ মিটার ছুঁড়েছিলেন। দ্বিতীয় প্রচেষ্টায় সেটা আরো উন্নত করে ৮৭.৫৮ মিটার ছুঁড়ে এই স্বর্ণ পদক লাভ করলেন।


নীরজের সাফল্যকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।


Narendra Modi

          @narendramodi
History has been scripted at Tokyo! What @Neeraj_chopra1 has achieved today will be remembered forever. The young Neeraj has done exceptionally well. He played with remarkable passion and showed unparalleled grit. Congratulations to him for winning the Gold.

নীরজের জয়ে উচ্ছ্বসিত নরেন্দ্র মোদী টুইট করে লিখেছেন, “টোকিওয় ইতিহাস রচনা হয়েছে। ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার যে সফলতা হাসিল করেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। নীরজ নিজের ইভেন্টে দুর্দান্ত খেলেছেন”।

President of India

          @rashtrapatibhvn
Unprecedented win by Neeraj Chopra!Your javelin gold breaks barriers and creates history. You bring home first ever track and field medal to India in your first Olympics. Your feat will inspire our youth. India is elated! Heartiest congratulations!
রামনাথ কোবিন্দ টুইটারে টুইট করে লিখেছেন, “নীরজের জ্যাভলিন সোনা সব বাধা পেরিয়ে ইতিহাস রচনা করেছে। নিজের প্রথম অলিম্পিকেই নীরজ দেশের হয়ে অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে প্রথম সোনা জিতেছেন। নীরজের কীর্তি দেশের যুব সমাজকে উদ্বুদ্ধ করবে”।
নীরজের অসাধারণ কৃতিত্বের জন্য এই নিয়ে ভারতের ঘরে টোকিও অলিম্পিক্সের মঞ্চ থেকে মোট সপ্তম পদক আসলো।

 

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930