ব্যুরো নিউজঃ টোকিওঃ বহু বছর ধরে বহু ভারতীয় ক্রীড়াবিদ ট্র্যাক অ্যান্ড ফিল্ডের বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে অলিম্পিক্সে গিয়েছেন। কিন্তু এর আগে ভারতীয় কোনো ক্রীড়াবিদ সফলতা লাভ করেননি। ১২১ বছর পরে অলিম্পিক্সে অ্যাথলেটিক্সে ভারত তৃতীয় পদক পেল।
১৯০০ সালে প্রথম ব্রিটিশ ভারতীয় নর্ম্যান প্রিচার্ড প্যারিস অলিম্পিক্সে অ্যাথলেটিক্সে দুটি পদক জিতেছিলেন। ২০০ মিটার ও ২০০ মিটার হার্ডলসে রুপো জিতেছিলেন। আর নর্ম্যান প্রিচার্ডকে বাদ দিলে ভারতীয় হিসেবে অ্যাথলেটিক্সে প্রথম নীরজ চোপড়া জ্যাভলিনে স্বর্ণ পদক জয় করলেন।
জ্যাভলিন থ্রোয়ে হরিয়ানার ছেলে নীরজের অনবদ্য প্রচেষ্টায় ভারত টোকিও অলিম্পিকে সোনা জিতল। নীরজ ফাইনালে প্রথম থ্রোয়ে ৮৭.০৩ মিটার ছুঁড়েছিলেন। দ্বিতীয় প্রচেষ্টায় সেটা আরো উন্নত করে ৮৭.৫৮ মিটার ছুঁড়ে এই স্বর্ণ পদক লাভ করলেন।
নীরজের সাফল্যকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।
Narendra Modi
নীরজের জয়ে উচ্ছ্বসিত নরেন্দ্র মোদী টুইট করে লিখেছেন, “টোকিওয় ইতিহাস রচনা হয়েছে। ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার যে সফলতা হাসিল করেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। নীরজ নিজের ইভেন্টে দুর্দান্ত খেলেছেন”।
President of India