নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ বগটুই কাণ্ডে মৃতের সংখ্যা এক জন বেড়ে মোট ১১ জন হলো। অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকজন গ্রামবাসী আগুনে পুড়ে হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যেই আজ সকালবেলা বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন নাজমা বিবি।
জানা গিয়েছে, আগুন লাগার জেরে নাজমা বিবির শরীরের প্রায় ৬৫ শতাংশ পুড়ে যাওয়ায় ঘটনার দিন থেকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু গতকাল রাতেরবেলা থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় ভেন্টিলেশনে রাখা হলেও এদিন সকালবেলা মারা যান।
Sponsored Ads
Display Your Ads Hereহাসপাতাল সূত্রে জানা গেছে, তার দেখাশোনার জন্য সবসময় মেডিকেল টিম ও এক্সপার্ট টিমও ছিল। তবে চেষ্টা সত্ত্বেও বাঁচানো সম্ভব হলো না। এছাড়া খুব শীঘ্রই অগ্নিদগ্ধ দুই শিশুকে ছেড়ে দেওয়া হবে। আর যিনি ২৫ শতাংশ পুড়ে গিয়েছেন তার চিকিৎসা চলছে।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বগটুইয়ে নিহত এবং আহতদের পরিবারের সাথে দেখা করতে গিয়ে জানিয়েছিলেন, “খোদ রাজ্য সরকার অসুস্থ নাজমা বিবির চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেবে। এমনকি হেলিকপ্টারে করে কলকাতায় এনে চিকিৎসা করানোর কথা ভাবলেও নাজমা বিবির শারীরিক পরিস্থিতির কথা ভেবে চিকিৎসকেরা রামপুরহাট হাসপাতালে রাখার পরামর্শ দিয়েছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
অন্য দিকে মৃতদের পরিবারের তরফ থেকে মিহিলাল শেখকে সিবিআই তাদের অস্থায়ী অফিসে নিয়ে যায়। সেখানেই জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূল নেতা আনারুল ও সাত জন অভিযুক্তকে আনা হয়।
Sponsored Ads
Display Your Ads Hereএর পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রামপুরহাট থানার সাসপেন্ডেড আইসি সহ এসডিপিওকে তলব করেছে।