অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আগামী তিন মাসের জন্য জেলাগুলিতে যাতে কোনো খাদ্য ঘাটতি না হয় তার জন্য মুখ্যসচীব মনোজ পন্থ জেলা প্রশাসনকে নির্দেশ দিয়ে বলেছে, “কোনো জরুরী অবস্থা দেখা দিলে রাজ্য সরকারের আগাম সব ব্যবস্থা যেন তৈরী থাকে।” আজ মুখ্যসচীব মনোজ পন্থ রাজ্যের প্রতি জেলায় কত খাদ্য মজুত আছে, তা নিয়ে আলোচনা করেন।
বৈঠকে সীমান্তবর্তী জেলাগুলিতে বিশেষ কড়া নজরদারীর নির্দেশ দেওয়া হয়েছে। আর প্রত্যন্ত এলাকা ও দুর্গম এলাকাগুলিতে টহলদারী বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সুন্দরবনের জলপথ এবং উত্তরবঙ্গের পাহাড় ঘেঁষা আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বিশেষ নজর রাখতে বলা হয়েছে। বিশেষত হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ আপৎকালীন পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবায় যেন ঘাটতি না থাকে ওই নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য ও কলকাতা পুলিশের জন্যও একগুচ্ছ নির্দেশ জারি করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
নবান্নের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে চাঙ্গা রাখতে হবে। সম্ভাব্য পরিস্থিতি সামাল দিতে কি কি প্রস্তুতি নিতে হবে, তা স্পষ্ট করে দিয়েছে। মুখ্যসচীবও রাজ্যের যোগাযোগ ব্যবস্থা নিখুঁত রাখার ওপরেও বিশেষ নজর দিয়েছেন। রেডিও, মোবাইল বা অন্য যেকোনো যোগাযোগ মাধ্যম সব ক্ষেত্রেই যেন কোনো বিঘ্ন না ঘটে, সেদিকে নজর দেওয়া হচ্ছে। প্রতিটি জেলার পুলিশ সুপার এবং কলকাতা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। সর্বোপরি, ভুয়ো তথ্য ও গুজবে যাতে কেউ কান না দেন, যেন রাজ্যের ভিতরে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরী না হয়, সে দিকেও বিশেষ নজর দিতে বলা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here