ব্যুরো নিউজঃ মঙ্গলগ্রহ লালগ্রহ হিসাবেই পরিচিত। মঙ্গলে প্রাণের অস্তিত্বের সন্ধান পেতে মরিয়া বিজ্ঞানমহল।
গত ১০ ই নভেম্বর NASA-র তরফ থেকে প্রেস রিলিজ করে জানানো হয়, মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা তারই হদিশ করতে গবেষণার জন্য পৃথিবীতে মঙ্গল গ্রহ থেকে মাটি খুঁড়ে কিছু পাথর নিয়ে আসা হচ্ছে।
গবেষকরা জানিয়েছেন, সম্প্রতি মঙ্গলে জলের সন্ধান পাওয়া গেছে। সেখানে নদীখাতও আছে বলে গবেষকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
জানা যায় রোভারের সাহায্যে একটি টিউবের মাধ্যমে মঙ্গল গ্রহ থেকে নুড়ি-পাথর নিয়ে আসা হবে।
মঙ্গল গ্রহে বিভিন্ন ভূমিরূপ পরীক্ষা-নিরীক্ষার পর এমনকি সেখানে জলের সন্ধান মেলায় দীর্ঘ কয়েক বছর থেকে বিজ্ঞানীরা দাবি করছেন সেখানে নিশ্চয় প্রাণের অস্তিত্ব আছে। আর এবার সেই দাবি সম্পূর্ণরূপে সত্য কিনা তা খতিয়ে দেখার উদ্দেশ্যেই মঙ্গল থেকে নানারূপ পাথর নিয়ে আসা হচ্ছে।