মিনাক্ষী দাসঃ কলকাতাঃ বছরের শুরু থেকেই অগ্নিকাণ্ডের শিকার শহর কলকাতা। আজ সকালে ফের কলকাতার রাজাবাজারের ক্যানেল ইস্ট রোডের নারকেলডাঙা থানার অন্তর্গত ছাগলপট্টি এলাকার ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ থেকে ৩৫ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই।
শীঘ্রই দমকল বাহিনীকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে দমকলের ৩ টি ইঞ্জিন এসে পৌঁছায়। এরপর দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু স্থানীয়দের অভিযোগ দমকল দেরীতে আসায় আগুন ছড়িয়ে পড়ে। যদিও দমকল কর্মীরা এই অভিযোগ অস্বীকার করেন।
Sponsored Ads
Display Your Ads Hereনারকেলডাঙা থানার একেবারে বিপরীত দিকে ঘটনাটি ঘটায় দ্রুত স্থানীয় পুলিশ আধিকারিকরাও চলে আসেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। অথবা বিড়ি বা সিগারেটের আগুন থেকেই বস্তিতে ভয়ঙ্কর আগুন লাগে। আর ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।
এদিকে এক মাসে্র মধ্যে শহরে পরপর আগুন লাগার ঘটনায় প্রশ্নের মুখে শাসকদল। তবে এই মর্মান্তিক ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন আশ্রয়হীন মানুষরা। গোটা ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
Sponsored Ads
Display Your Ads Hereইতিমধ্যে গোটা বিষয়টি পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে জানানো হয়েছে।