শহরের আকাশে দেখা মিলেছে রহস্যময় ড্রোন

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কলকাতার আকাশে রহস্যময় ড্রোন দেখা গিয়েছে। সূত্রের খবর, মহেশতলা ও বেহালার দিক থেকে সাতটি রহস্যময় ড্রোন আসতে দেখা গিয়েছে। আশপাশে দ্বিতীয় হুগলী সেতু এবং ফোর্ট উইলিয়ামের মতো জায়গা রয়েছে। দুই রাষ্ট্রের যেখানে উদ্বেগজনক পরিস্থিতি, সেখানে এই ড্রোন ঘিরে স্বাভাবিকভাবেই রহস্য শুরু হয়েছে।

ময়দানের বিস্তীর্ণ এলাকা সেনার অধীনে। সেক্ষেত্রে কলকাতা পুলিশ সেনাবাহিনীর সাথেও কথা বলা হয়েছে। গতকাল রাতেরবেলা হঠাৎ সেনাবাহিনী মহেশতলা ও বেহালার দিক থেকে আকাশে অদ্ভুূতজনক আলো দেখতে পেয়েছেন। সাধারণত এই আলো আকাশে দেখতে পাওয়া যায় না।

কলকাতা পুলিশের কর্তব্যরত আধিকারিক লালবাজার কন্ট্রোলে ফোন করেন। এরপর লালবাজার থেকে নির্দিষ্ট করে বেশ কিছু থানাকে জানানো হয়। তারপর থানার আধিকারিকরা বিষয়টি দেখার চেষ্টা করেন। রাতে দৃশ্যমানতা কম থাকায়, বিষয়টি স্পষ্ট নয়। ড্রোনের গতিতেই বস্তুগুলো ঘুরপাক খাচ্ছিল। ফলে বহুতলের পিছন থেকে আলো চলে গিয়েছে। ওইগুলো আদৌ ড্রোন নাকি অন্য কিছু, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। কলকাতা পুলিশ সেনাবাহিনীর সাথে কথা বলছেন।


অবসরপ্রাপ্ত সেনা কর্তা কর্নেল রাজেন্দ্র ভাদুড়ি জানান, “ড্রোনগুলি কি ধরণের ড্রোন, তার রেঞ্জ কিরকম,সেটা দেখতে পারে। বাংলাদেশ থেকে ড্রোনগুলি এসে থাকতে পারে, এখন অবশ্য এই নিয়ে জল্পনা করে লাভ নেই। যদি সার্ভিলেন্স ড্রোন হয়, তাহলে চিন্তার বিষয় রয়েছে।”

অন্যদিকে, প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী বলেন, “আমাদের পশ্চিম প্রান্তের সাথে পূর্ব প্রান্তেও অশান্তি দানা বাঁধছে। বিভিন্ন ধরণের গুজব রটছে। এইগুলো ভারত সরকারের এজেন্সি নজর রাখছে। পাশাপাশি কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশকে সক্রিয় থাকতে হবে। তবে আমি জানি না বাংলাদেশের এখনই ওতো ড্রোন ওড়ানোর দুঃসাহস হবে কিনা, কারণ পাকিস্তানকে দেখে শিক্ষাটা তো হয়েছে।”



Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930