অমিত জানাঃ হাওড়াঃ জলার মাঠে দুজনের মৃতদেহ পড়ে আছে। শরীরে তাদের আঘাতের চিহ্ন। এমনকি একজনের পায়ে পোড়ার দাগও আছে। কেউ কি তাদের খুন করে এখানে ফেলে দিয়ে গিয়েছে? এখন এই প্রশ্নই স্থানীয়দের মধ্যে ঘোরাফেরা করছে। এটি হাওড়ার ডোমজুড়ের নারণা এলাকার ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
https://www.youtube.com/watch?v=yR4Fi4Bzq0g
মঙ্গলবার দুপুরে নারণা পানপাড়ার একটি মাঠ থেকে এক যুবক ও যুবতীর মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদেহ দুটিতে আঘাতের চিহ্নও রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Hereএই ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সৌরভ ঘোষ জানান, “আমি এদিন সকাল এগারোটার সময় আসার পথে দেখি একটি ছেলে এবং একটি মেয়ে পরে আছে। গ্রামের মানুষরা কাউকে কিছু বলতে ভয় পাচ্ছে। আমি ঘটনাটি জানার পর বললাম থানায় খবর দেওয়া হোক। তারপর খবর দেওয়ার পর প্রশাসন চলে এল। এরা নাড়না এলাকার মানুষ নয়। আমাদের কারোর পরিচিত নয়”।
অপর এক স্থানীয় বাসিন্দা তারক পান জানান, “আমি বাড়িতে এলাম। শুনলাম জলার মাঠে একটি মেয়ে ও একটি ছেলের মৃতদেহ পড়ে আছে। এরা আমাদের আশেপাশের গ্রামের মানুষ নয়। কিংবা আমাদের কারোর পরিচিত নয়। অন্য জায়গার লোক”।
Sponsored Ads
Display Your Ads Hereএরা কি এখানে আত্মহত্যা করেছে কিংবা কেউ এদের খুন করে এখানে ফেলে দিয়েছে সেই প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, “তা আমরা বলতে পারবো না”।
এদিকে এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ দেহ দুটি তুলে ময়নাতদন্তে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এটি একটি খুনের ঘটনা। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়ার ডোমজুড় থানার পুলিশ।