নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ গতকাল জলপাইগুড়ির গাজলডোবার দুধিয়া তিস্তার চর এলাকায় ধানের জমিতে একটি মধ্যবয়স্ক বুনো হাতির মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বৈকুণ্ঠপুর বন বিভাগের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে যান। প্রাথমিক ভাবে অনুমান, হাতিটির তড়িদাহত হয়েই মৃত্যু হয়েছে।
জানা যায়, বৈকুণ্ঠপুর বন বিভাগের জঙ্গল থেকে প্রায়ই বুনো হাতি খাবারের খোঁজে তিস্তার চর এলাকায় বেরিয়ে আসে। এমনকি মাঝেমাঝে গ্রামে ঢুকে ঘর-বাড়িও ভাঙে। ফলে বন দপ্তরকেও এই বিষয়ে অবগত করা হয়। এরপর বন বিভাগ ও এলাকাবাসীরা হাতির আক্রমণ থেকে বাঁচতে পাহারার ব্যবস্থা করছেন। তবে এদিন হাতির মৃত্যুর খবর চাউর হতে এলাকায় ভিড় জমে যায়। এরপর এলাকাবাসীরাই বনদপ্তরের কাছে খবর দেন। আর বেলাকোবা রেঞ্জের আধিকারিকেরাও ঘটনাস্থলে এসে পৌঁছেছেন।
প্রসঙ্গত, ধানের জমি বাঁচাতে বেড়ায় বিদ্যুৎ সংযোগ করায় আগেও তড়িদাহত হয়ে একটি হাতির প্রাণ গিয়েছিল। এবারও তেমন কোনো ঘটনা ঘটেছে কি না, তা বনকর্মীরা খোঁজ নিয়ে দেখছেন। কিন্তু এলাকাবাসীরা বিদ্যুৎ সংযোগের কথা স্বীকার করেননি। যদিও ময়নাতদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বৈকুণ্ঠপুর ডিভিশনের ডিভিশনাল ফরেস্ট অফিসার রাজা এম জানান, ‘‘প্রাথমিক ভাবে যা বোঝা যাচ্ছে, ফসল বাঁচাতে বেআইনী ভাবে বিদ্যুতের ফেন্সিং ব্যবহার করা হয়েছে। তাতেই হাতিটির মৃত্যু হয়েছে। আর ওই এলাকায় বেশ কিছু জায়গা বেদখল করা হয়েছে। পুলিশের সাথে কথা বলার পর বিষয়টি নিয়ে স্থানীয়দের সাথেও যোগাযোগ করব।’’