অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ রাজ্য নির্বাচন কমিশনের তরফে নোটিফিকেশন জারি করে জানানো হয় যে, হাইকোর্টের নির্দেশ অনুসারে ২৭ শে ফেব্রুয়ারী দক্ষিন দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ড বাদে বাকি ১০৮ টি পুরসভার নির্বাচন হবে।
নোটিফিকেশনে এও জানানো হয়েছে যে, আজ ৩ রা ফেব্রুয়ারী বৃহস্পতিবার থেকেই নমিনেশনের কাজ শুরু হয়ে যাবে। ৯ ই ফেব্রুয়ারী অবধি নমিনেশন জমা দেওয়ার কাজ চলবে। ১০ ই ফেব্রুয়ারী নমিনেশন স্ক্রুটিনির কাজ হবে ও ১২ ই ফেব্রুয়ারী নমিনেশন প্রত্যাহার করা হবে। তবে নির্বাচন কমিশনের তরফ থেকে এখনো গননার দিন জানানো হয়নি।
Sponsored Ads
Display Your Ads Here
এদিন থেকেই রাজ্য নির্বাচন কমিশন নতুন করে কোভিড বিধি এবং অন্যান্য বিষয়ে ঘোষণা করবে। আগামী নির্বাচনের ক্ষেত্রেও কোভিড বিধি মেনে প্রচার করতে হবে কিভাবে তা জানিয়ে দেওয়া হবে। ইনডোরের যেকোনো সভায় ২০০ জন ও ওপেন এয়ার মিটিংএ ৫০০ জন থাকতে পারবে। এছাড়া ৭২ ঘণ্টা সাইলেন্স পিরিয়ড থাকবে।
Sponsored Ads
Display Your Ads Here
বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানান, ‘‘নির্বাচন কমিশন একতরফা ভাবে ঘোষণা করছে। দাবী করা হয়েছিল, আরো কয়েক সপ্তাহ নির্বাচন পিছিয়ে সব নির্বাচন এক দিনে করা হোক। কিন্তু এই নির্বাচন কমিশন রাজ্য সরকারের একটি নির্বাচন দপ্তর। এই কমিশনের অধীনে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়।’’
Sponsored Ads
Display Your Ads Here
তৃণমূল নেতা কুণাল ঘোষ এই প্রসঙ্গে বলেন, ‘‘বিরোধীরা কবে প্রার্থী, বুথ এজেন্ট সব পাবেন তবে ভোট হবে সেটা হতে পারেনা। তৃণমূল সারাবছর মানুষের পাশে থাকে তাই আশা করা যায় যে আসন্ন নির্বাচনে বিভিন্ন পুরসভায় মানুষ তৃণমূলকে দু’হাত তুলে আশীর্বাদ করবেন।’’