ভোররাতে লাইনচ্যুত হাওড়া-মুম্বইগামী এক্সপ্রেস

Share

নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়খণ্ডঃ আজ ভোরবেলা ৩টে ৪৫ মিনিট নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনের বারাবাম্বু স্টেশনের কাছে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া থেকে মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় এক্সপ্রেসের মোট আঠেরোটি কামরা লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে ষোলোটি কামরাই যাত্রীবাহী ছিল। এখনো অবধি এই দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। আর ২০ জন আহত হয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পরে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই দুর্ঘটনার জেরে হাওড়া থেকে একাধিক এক্সপ্রেস বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছে হাওড়া কাঁটাভাজি ইস্পাত এক্সপ্রেস, হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, ইস্পাত এক্সপ্রেস, এলএলটি এক্সপ্রেস, হাওড়া-যশবন্তপুর স্পেশাল, টাটানগর-ইটায়ারি এক্সপ্রেস, সিএসএমটি মুম্বই-হাওড়া মেল, আপ-ডাউন টাটানগর-এর্নাকুলাম। এছাড়া বেশ কিছু দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরীতে ছাড়বে বলে জানা গেছে। পাশাপাশি হাওড়াগামী ডাউন গীতাঞ্জলি এক্সপ্রেস, আমদাবাদ এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হবে।


ফলে নির্ধারিত সময়ের চেয়ে প্রায় সাত ঘণ্টা দেরীতে ঢুকবে। রেল কর্তৃপক্ষের তরফে দুর্ঘটনাগ্রস্থ ট্রেনের যাত্রীদের সুবিধার্থে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে হেল্প ডেস্ক খোলা হয়েছে। এখান থেকে কোন ট্রেন কত দেরীতে চলছে, তাও জানা যাচ্ছে। এর সাথে হাওড়া স্টেশনের জন্য ০৩৩২৬৩৮২২১৭ ও ৯৪৩৩৩৫৭৯২০, টাটানগর স্টেশনের জন্য ০৬৫৭২২৯০৩২৪, চক্রধরপুর স্টেশনের জন্য ০৬৫৮৭ ২৩৮০৭২, রৌরকেলা স্টেশনের জন্য ০৩৩২৬৩৮২২১৭ এবং ০৬৬১২৫০১০৭২ ও রাঁচি স্টেশনের জন্য ০৬৫১২৭৮৭১১৫ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।


এদিকে, পুরুলিয়া জেলা পুলিশও একটি বিশেষ হেল্প লাইন নম্বর (৮১৪৫৫০০৩৫৮) চালু করেছে। আবার পশ্চিমবঙ্গ পুলিশের তরফেও হেল্পলাইন চালু করার কথা জানানো হয়েছে। অন্যদিকে, এই দুর্ঘটনায় যারা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করে প্রশ্ন করেন, “আর কত দিন আমাদের এ সব সহ্য করতে হবে? কেন্দ্রীয় সরকারের এই অকর্মণ্যতার কি কোনো শেষ নেই?”


কিন্তু এই দুর্ঘটনা কিভাবে ঘটেছে, তা এখনো অবধি স্পষ্ট নয়। তবে রেলের এক জন পদস্থ কর্তা জানান,“যে জায়গায় মুম্বইগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে, তার কাছেই একটি মালগাড়িও বেলাইন হয়েছে। অতএব, এই দু’টি দুর্ঘটনার মধ্যে কোনো যোগ রয়েছে কি না, সেই বিষয়ে এখনো পর্যন্ত জানা যায়নি।’’ যদিও রেল কর্তৃপক্ষ গোটা বিষয় নিয়ে অনুসন্ধান শুরু করেছে।

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031