নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ গতকাল রাত ৮ টা ১৬ মিনিটে আচমকাই ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। ডুয়ার্স-সহ গোটা জলপাইগুড়ি এমনকি আলিপুরদুয়ারেও ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ৪.২ ছিল।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের থিম্পু। গভীরতা অন্ততপক্ষে ১০ কিলোমিটার। তবে ভূকম্পন অনুভূত হতেই সাধারণ মানুষ বাড়ির বাইরে বেরিয়ে আসেন। অনেক মহিলা আবার আতঙ্কে শঙ্খধ্বনিও দেন।
স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, প্রথমে একটা হালকা ধরনের কাঁপুনি ছিল। এরপর সেটা হঠাৎ করে বেড়ে যায়। পরে পুরো বিষয়টি বোঝা যেতেই সবাই তারস্বরে বাইরে বেরিয়ে আসেন। যদিও এখনো অবধি এই ভূকম্পনে বিশেষ কোনো ক্ষয়-ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।