রায়া দাসঃ কলকাতাঃ আজ ফের কলকাতার বউবাজার থানার বিপরীত দিকে শম্ভু দাস লেনে একটি পুরোনো বহুতলে আগুন লেগেছে। প্রথমে বহুতলের একদম উপরের তলায় আগুন লাগে। এরপর সেই আগুন অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে। আগুন লাগার পরেই স্থানীয়রা দমকল কর্মীদের খবর দেন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন এসে হাজির হয়।
প্রথমেই বহুতল থেকে বাসিন্দাদের পাশাপাশি আশপাশের বাড়ির বাসিন্দাদেরও বাইরে বের করে আনা হয়। আর বহুতলের যে তলায় আগুন লেগেছে সেখানে আসবাব থেকে শুরু করে সবকিছু ভস্মীভূত গেছে। এমনকি আশেপাশের বেশ কিছু বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর দমকল বাহিনীদের তৎপরতায় আগুনও অনেকটা নিয়ন্ত্রণে আসে। এমনিতেই বউবাজার ঘিঞ্জি এলাকা। তাই যাতে আগুন আশপাশের বাড়িতে না ছড়াতে পারে সেদিকে সম্পূর্ণ নজর দিয়েছিলেন দমকল কর্মীরা।
দমকল সূত্রে জানা যায়, আগুন লেগেছে কিভাবে তা এখনো স্পষ্ট নয়। কিন্তু প্রাথমিক ভাবে অনুমান করা হয়েছে যে শক সার্কিট থেকে এই আগুন লাগে। তবে এখনই ক্ষয়-ক্ষতির পরিমাণ নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না।
এই ঘটনায় সমগ্র এলাকা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।