চয়ন রায়ঃ কলকাতাঃ বিধায়ক মুকুল রায় রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ ছাড়লেন। আজ স্পীকার বিমান বন্দ্যোপাধ্যায়কে ইমেল করে ইস্তফাপত্র পাঠিয়েছেন।
মুকুল রায় বিজেপির টিকিটে বিধানসভা নির্বাচনে জয়ী হলেও মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে ফিরেছেন। এরপর থেকে পিএসি চেয়ারম্যানের পদ নিয়ে শাসক-বিরোধীদের মধ্যে রাজনৈতিক তর্জা চলছিল।
এদিকে দীর্ঘ দিন ধরেই বিজেপি মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে সরব হয়েছিল। আর গত শুক্রবার বিধানসভার অধিবেশনে বিমান বন্দ্যোপাধ্যায় ৪১ টি কমিটির মেয়াদ আরো এক বছরের জন্য বৃদ্ধি করেন। এর ফলে মুকুল রায়েরও পিএসি চেয়ারম্যান পদে এক বছর মেয়াদ বৃদ্ধি হয়েছিল।