Indian Prime Time
True News only ....

ফের শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালো ১ জন

- Sponsored -

- Sponsored -

ADVERTISMENT

ADVERTISMENT

- Sponsored -

- Sponsored -

বাপি রায়ঃ কলকাতাঃ কলকাতার হরিদেবপুরে হাফিজ মহম্মদ ইশাক রোডে জমা জলের মধ্যে ১২ বছর বয়সী নীতীশ যাদব নামে এক জন কিশোরের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় সমগ্র এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এর পাশাপাশি এলাকার মানুষ জন রীতিমতো আতঙ্কে ভুগছেন।

এলাকার সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রসাদ নিয়ে এক আত্মীয়ের বাড়ি যেতে গিয়ে জমা জল পেরোনোর সময় এই দুর্ঘটনাটি ঘটে। বিএসএনএল সংস্থার চিফ জেনারেল ম্যানেজার দেবাশিষ সরকার জানান, “পোল আমাদের ছিল। কিন্তু বিদ্যুৎ দিতে বলিনি। কারণ আমাদের দায়িত্ব নয়। আমরা পাওয়ার দিই না। তদন্ত হলে তথ্য চাইব।

কলকাতায় এমন ১৫ লক্ষ কানেকশন ছিল যা অনেক কমে গেছে। কিছু পোল রাখতেই হয়। তবে পাওয়ার লাগাতে দেওয়া হয় না। আমরা এমন অনুমতি দিই না। আর কেউ অনুমতি নেয়ওনি।”

- Sponsored -

- Sponsored -

অন্যদিকে, বিদ্যুৎ সংস্থা সিইএসসির দাবী, “হরিদেবপুরের হাফিজ মহম্মদ ইশাক রোডে সিইএসসির সব কেবল ভূগর্ভস্থ। ওই বাতিস্তম্ভটি সিইএসসির নয়। সেই কারণে সিইএসসি রক্ষণাবেক্ষণও করে না।”

মৌ দাস নামে এক জন প্রত্যক্ষদর্শী বলেন, “এই ঘটনা দেখামাত্রই লালবাজার ও হরিদেবপুর থানা ফোন করে বলা হয়। সিইএসসিকে ফোন করেও জানানো হয়। কিন্তু দেড় ঘণ্টা দেরী করে পুলিশ আসে। এছাড়া এই এলাকায় অল্প বৃষ্টিতেই জল জমে যায়।”

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored

- Sponsored