নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ জলপাইগুড়ির মেটেলি ব্লকের চালসায়
মাকে প্রথমে লোহার রড ও পরে গাছের ডাল দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠলো ছেলের বিরুদ্ধে। এই চরম নিন্দনীয় ঘটনায় এলাকা জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মৃতা বৃদ্ধার নাম সোমারী ওরাওঁ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতেরবেলা সোমারী দেবীর বাড়িতে পারিবারিক অশান্তি শুরু হয়। দীর্ঘক্ষণ এই বচসা চলে। এরপর গভীর রাতেরবেলা ছেলে সাজন ওরাওঁ ঘরে ঢুকে মাকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে। এমনকি গাছের ডাল দিয়েও আঘাতও করে।
ওই সময় বাবা হেমশঙ্কর ওরাওঁ এসে সাজনকে থামানোর চেষ্টা করলে হেমশঙ্করবাবুকেও মারধর করে। অন্যদিকে ছেলের বেধড়ক মারে সোমারী দেবী মাটিতে লুটিয়ে পড়ে আর সেখানেই মৃত্যু হয়। পাশাপাশি হেমশঙ্করবাবুকেও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিন এলাকাবাসীরা বিষয়টি জানতে পেরে মেটেলি থানার পুলিশের কাছে খবর দেন। এর পাশাপাশি এলাকাবাসীরাই সাজনকে বেঁধে রাখেন। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে অভিযুক্ত সাজনকে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়ে ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছেন।