নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ মহারাষ্ট্রের জালনা জেলায় শাশুড়ির সাথে অশান্তির জেরে শেষমেশ বাড়ি ফাঁকা থাকায় পুত্রবধূর হাতে কুপিয়ে খুন হলো। মৃতার নাম সবিতা শিঙ্গারে। জানা গেছে, প্রায় ছ’মাস আগে সবিতা দেবীর পুত্র আকাশের সাথে প্রতীক্ষা নামে এক যুবতীর বিয়ে হয়। কর্মসূত্রে প্রায় রাতেরবেলা আকাশকে বাড়ির বাইরে থাকতে হত। আর সবিতা দেবী ও প্রতীক্ষা জালনার প্রিয়দর্শনী কলোনীর এক ভাড়াবাড়িতে থাকতেন। প্রায়ই দু’জনের মধ্যে নানা কারণে অশান্তি হত।
মঙ্গলবার রাতে ওই অশান্তি চরমে ওঠে। ঝগড়া চলাকালীনই সবিতা দেবীর উপর প্রতীক্ষা চড়াও হয়ে মাথা দেওয়ালে ঠুকে দেন। ফলে রক্তপাত শুরু হয়। আর তখনই প্রতীক্ষা রান্নাঘর থেকে একটি ছুরি এনে সবিতা দেবীকে কুপিয়ে খুন করেন। কিন্তু রাগের মাথায় খুন করলেও পরে ভয়ে মৃতদেহ লোপাট করার জন্য বস্তায় ভরে ফেলেন। তবে বস্তাবন্দি করার পর মৃতদেহ খুব ভারী হয়ে যায়। তাই ওই বস্তা একার পক্ষে বাইরে ফেলা সম্ভব ছিল না। তখন অন্য কিছু না ভেবে সে বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর বাড়িওয়ালা ওই ঘরের মধ্যে সবিতা দেবীর বস্তাবন্দি দেহ দেখতে পান। তখনই তড়িঘড়ি পুলিশকে খবর দেন। পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান। তারপর তদন্তে নেমে প্রতীক্ষাকেই সন্দেহ করে তার খোঁজ শুরু হয়। পরে জানতে পারে, প্রতীক্ষা বাপের বাড়ি পারভানিতে গিয়ে গা ঢাকা দিয়ে রয়েছেন। তারপর পুলিশ সেখানে গিয়ে ওই এলাকা থেকে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেন।
Sponsored Ads
Display Your Ads Here