চয়ন রায়ঃ কলকাতাঃ বেলেঘাটায় এ কি কাণ্ড! নিজের জন্মদাতা মাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো খোদ ছেলের বিরুদ্ধে। মৃত বৃদ্ধার নাম নন্দিতা বসু। বয়স ৬৫ বছর। নন্দিতা দেবী কবি সুকান্ত সরণীর ওই দোতলা বাড়ির উপরের তলায় ৩৫ বছর বয়সী ছেলে মৈনাককে নিয়ে থাকতেন। কয়েক বছর আগে বৃদ্ধার স্বামী মারা গিয়েছেন। মৈনাক কোনো কাজ করতেন না। নীচের তলায় ভাড়াটেরা থাকেন।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে দেখেন নন্দিতা দেবী অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। দেহ ঠান্ডা। আর মুখ দিয়ে রক্ত বেরিয়ে এসেছে। তদন্তে পুলিশ জানতে পারেন, নন্দিতা দেবীর সাথে মৈনাকের বচসা চলাকালীন সে মাকে নির্মমভাবে মারধর করেন। এর জেরেই নন্দিতা দেবীর মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে এনআরএস হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। আর নন্দিতা দেবীকে খুনের অভিযোগে মৈনাককে গ্রেফতার করেছেন। এছাড়া এই ঘটনা ঘটিয়েছেন কেন সেই বিষয় জিজ্ঞাসাবাদ শুরু করেছেন।
অন্যদিকে, পুলিশ এই খুনের ঘটনার প্রসঙ্গে ওই বাড়ির ভাড়াটেদেরও জিজ্ঞাসাবাদ শুরু করছেন। আরতী নামে ওই বাড়ির এক জন ভাড়াটে জানান, “গতকাল রাত ১০ টা ৩০ মিনিট নাগাদ দোতলায় লাউড স্পিকারে গান চলছিল। গানের শব্দের বাইরে কিছু শোনা যায়নি। এরপর তিনি ঘুমিয়ে পড়ায় গানটা বন্ধ হয়েছে কখন তাও জানতে পারেননি।”
Sponsored Ads
Display Your Ads Here